বিশ্বকাপের পঞ্চম আসর খেললেও বাংলাদেশের আক্ষেপ ছিল একটি সেঞ্চুরির। অ্যাডিলেডে সোমবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডের বিপক্ষে তামিম মিস করলেও মাহমুদউল্লাহ ভুল করেননি। বিশ্বকাপে বাংলাদেশের সেঞ্চুরিয়ান এখন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ অসাধারণ এক সেঞ্চুরি করে দেশের পক্ষে ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ।
১৩১ বলে ১০০ রান করেন তিনি। এটি শুধু বিশ্বকাপের বাংলাদেশের প্রথম সেঞ্চুরিই নয়, মাহমুদউল্লাহরও ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ৪ উইকেটে ২২৬ রান করেছে ৪৩.৩ ওভারে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ইমরুল কায়েস ও তামিম ইকবাল অ্যান্ডারসনের শিকার হন। ইনিংসের চতুর্থ বলেই ক্রিস জর্ডাদের হাতে ক্যাচ দেন ইমরুল। তৃতীয় ওভারে তামিম স্লিপে ক্যাচ অনুশীলন করান রুটকে।
একাদশে এসেছে দুটি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত এনামুল হক বিজয়ের বদলে ইমরুল কায়েস আর নাসির হোসেনকে বসিয়ে আনা হয়েছে স্পিনার আরাফাত সানিকে।