মিনার চৌধুরীর জামিন এবার এক সপ্তাহের জন্য স্থগিত

SHARE

feni mapফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্টের আদেশের অনুলিপি পেলে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। এক সপ্তাহ পর আবার বিষয়টি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

গত সোমবার মাহতাবের জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মাহতাবের জামিন এক দিনের জন্য স্থগিত করেন। পরদিন গতকাল চেম্বার বিচারপতি শুনানি নিয়ে জামিন আরও এক দিনের জন্য স্থগিত করে বিষয়টি নিয়মিত শুনানির জন্য আপিল বিভাগে পাঠান। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।