ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে অপরাজেয় বাংলার তিন মানব প্রতিকৃতির মাঝখানের কাঁধে রাইফেলধারীর পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে অপরাজেয় বাংলার আশপাশে অনেক শিক্ষার্থী ও পথচারী ছিল। হঠাৎ করে ভাস্কর্য লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে দেখা যায় ভার্স্কযের একটি মূর্তির পায়ের অংশ প্রায় ভেঙ্গে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরাজেয় বাংলার ক্ষতিগ্রস্ত অংশটি পুনর্নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।