একুশে টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি ড. কনক সরওয়ারকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। কনক সরওয়ারের ন্যায়বিচার নিশ্চিত ও তাকে হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুমের স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, আইনে ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ডিআরইউ বিশ্বাস করে, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার স্বার্থে সরকার কনক সরওয়ারের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করবে।” তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।