বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন ডালমিয়া!

SHARE

dalmiyaভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি আবারও ফিরছেন জগমোহন ডালমিয়া। এক যুগের বেশি সময় পর বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন তিনি। আসন্ন বিসিসিআইয়ের নির্বাচনে দুটি পক্ষ তৈরি হয়েছে। মজার বিষয়, দুই পক্ষই নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে ডালমিয়ার নাম বলছে। তাই সুবিধাজনক অবস্থানে আছেনি তিনি। এবং সভাপতি পদে সময়ের সেরা প্রার্থী তিনি।

বিসিসিআইয়ের নির্বাচনে দুই পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন এন শ্রীনিবাসন। বিসিসিআইয়ের সাবেক এই সভাপতিকে সরে দাড়াতে হচ্ছে এবার। আরেক পক্ষে আছেন বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি শারদ পাওয়ার।

শ্রীনিবাসন ও শারদ পাওয়ারের সমর্থন পাচ্ছেন বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি ডালমিয়া। সোমবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের  নির্বাচন।

ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ডালমিয়া বিসিসিআই নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন। নিজের এসোসিয়েশন, ন্যাশনাল ক্রিকেট ক্লাব কলকাতা এবং আরও পূর্ব অঞ্চলের এসোসিয়েশনের সমর্থন পেয়েছেন তিনি।   সবকিছু ঠিক থাকলে, দুই পক্ষেরই সমর্থন পাওয়া ডালমিয়া আবারও তিন বছর মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন। সূত্র: ক্রিকইনফো