আগামীকাল কি হরতাল?

SHARE

ishortalহরতাল দিয়ে শুরু হওয়া ২০১৫ সালে আগামীকালও কি হরতাল আছে সেই তথ্য নিয়ে এবার অনলাইনে হাজির হয়েছে নতুন ওয়েবসাইট। ঠিকানা istomorrowhartal.com?  প্রোজেক্ট ডট কো এবং হ্যাকহোও ডট এসই নামের দুইটি প্রতিষ্ঠানের সহায়তায় এই ওয়েবটি তৈরি করেছেন হুসেই এম ইলিয়াস।

সাইটটিতে লগ ইন করলেই জানা যাবে আগামী কাল হরতাল তার উত্তর। হরতাল থাকলে লেখা দেখাবে বড় অক্ষরে হয়েস/হ্যা। আর না থাকলে নো/না। ওয়েবটিতে কেবল আগামীকাল কি হরতাল- এ প্রশ্নের উত্তরই দিচ্ছে না। সঙ্গে থাকছে খবরের সত্যতার স্বারক। সোর্স লিংকে জুড়ে দেয়া হয়েছে পত্রিকার সংবাদ লিংকও।

বুধবার ওয়েবটি ভিজিট করে দেখা গেছে এখানে ‘ইয়েস’ লেখার পাশাপাশি নিচে লেখা রয়েছে হরতাল চলবে ২০ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত। আর খবরের প্রমাণ হিসেবে দেয়া হয়েছে ডেইলি স্টারের ওয়েব লিংক।

ওয়েবসাইটি ইতিমধ্যেই অনলাইন দুনিয়ায় বেশ কৌতুহলের জন্ম দিয়েছে।মঙ্গলবার অনলাইনে আসার ২৪ ঘণ্টার মধ্যে হাজারের ওপর ফেসবুক ব্যবহারকারী সাইটটি শেয়ার করেছেন।

ওয়েবসাইটটি বিষয়ে হুসেইন এম ইলিয়াস জানিয়েছেন, মানুষের চাহিদার ভিত্তিতেই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।