চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

SHARE

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি শপথ গ্রহণ করেছে। আজ বুধবার (৭ এপ্রিল) বিএফডিসিতে পরিচালক সমিতির সামনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সদ্য নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

তারপর মহাসচিবসহ বাকি সদস্যদের শপথ পাঠ করান সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা যথেষ্ট যোগ্য। তাদের হাতে চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য সাফল্য আসবে, এটাই সবার চাওয়া।

গত শুক্রবার (২ এপ্রিল) এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দ্বিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯। তার প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট এবং শাহ আলম কিরণ পেয়েছেন ৫৫ ভোট। অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন সোহান প্যানেলের শাহীন সুমন।

এ ছাড়া উপ-মহাসচিব পদে কবিরুল ইসলাম রানা, সহসভাপতি পদে ছটকু আহমেদ, অর্থ সচিব হিসেবে মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব পদে রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল নির্বাচিত হয়েছেন।