সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

SHARE

দুর্দান্ত সময় পার করছে নিউজিল্যান্ড। সর্বশেষ ঘরের মাঠে খেলা ৭ ওয়ানডে সিরিজের পাঁচটিতেই সফরকারী দলকে হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এর মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের আগে টাইগারদের নামটাও রয়েছে সেই তালিকাতে। নিজেদের মাঠে বাংলাদেশকে আরেকবার সামনে পেয়েছে কিউইরা। আর এই সিরিজেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

ডানেডিনে শনিবার ভোর ৪টায় প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। উরুর চোটে তামিমের খেলা নিয়ে শঙ্কা জাগলেও মাঠে নামার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক।

তবে, ইনজুরিতে খেলছেন না মোসাদ্দেক সৈকত। নিউজিল্যান্ডও মিস করবে উইলিয়মসন আর রস টেলরকে। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম নিজের ১০০তম ম্যাচে নেতৃত্ব দেবেন কিউইদের।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে কার কাছে যাবে শিরোপা? ল্যাথাম আত্ববিশ্বাসী হলেও তামিম যেন কিছুটা ডিফেন্সিভ। বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের অতীত পারফরমেন্স ভালো না। সেটাই বদলাতে চাই। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। আশা করছি ভালো কিছুই হবে।’

নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমাদের দলেও বেশ কিছু নতুন মুখ আছে। উইলিয়মসন-টেলরকে মিস করব, তবে আমরা ভালো ফর্মে আছি। সেটাই ধরে রাখার চেষ্টা করব।’

ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে ৫ দিনের অনুশীলন ক্যাম্প করেছে টাইগাররা। ডানেডিনে পৌছে ট্রেইনিং সেশন ছিল দুই দিন। মূল ভেন্যুতে শেষ সময়ে নিজেদের ঝাঁলিয়ে নিতে পুরো দল ছিল বেশ সিরিয়াস। ফিল্ডিংয়ে টাইগাররা ঘাম ঝড়িয়েছে বেশ। তামিম বলছেন ফর্মে থাকা পেইস আক্রমণই হতে পারে তুরুপের তাস।

তামিম ইকবাল বলেন, ‘এবার আমাদের সলিড পেইস অ্যাটাক আছে। ওরা ছন্দে আছে। ঘরোয়া দুই টুর্নামেন্টের পর ওয়েস্ট ইন্ডিজের সাথেও পেইসাররা ভালো করেছে। ইয়াংস্টাররা কেমন করে সেটা দেখতে মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।’

মোসাদ্দেকের ইনজুরির পর উরুর চোটে অনুশীলন ম্যাচে খেলেন নি তামিম। নেটে লম্বা সময় ব্যাট করা ওয়ানডে ক্যাপ্টেন যে খেলবেন সে তো বোঝাই যাচ্ছে।