দুই দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলো সরকার

SHARE

দুই দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইকে থাইল্যান্ডে এবং লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইনকে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আবদুল হাই ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও (প্রশাসন) ছিলেন।

অপরদিকে লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জুলকারনাইন। এর আগে তিনি ওয়াশিংটন ডিসি, সিউল এবং বার্মিংহামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।