শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সকালে সিভিল এভিয়েশন, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, জব্দ করা এসব ইয়াবা পাচার করা হচ্ছিলো সৌদি আরবে। কার্গো বিমানের ওঠানোর জন্য অপেক্ষায় থাকা বিভিন্ন কাগজের ও প্লাস্টিকের কার্টুন পরীক্ষা করে এগুলো পাওয়া গেছে। রফতানি জাতীয় বিভিন্ন দ্রব্যের সাথে এগুলো লুকানো ছিল।
তিনটি কার্টুনের মধ্যেই ৪০ হাজার পিস ইয়াবা ছিল। বিমান বন্দর কেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবগুলো সংস্থা নিয়ে চালানো হচ্ছে তল্লাশি। কার্গো ভিলেজে সন্দেহজনক সবগুলো কার্টুন বক্স তল্লাশি করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।