এডিস নির্মূল অভিযানে ৫৮ লাখ টাকা জরিমানা ঢাকা উত্তরের

SHARE

গত মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কয়েক দফায় এডিস মশা নিয়ন্ত্রণে চিরুনি অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোট চার লাখ পাঁচ হাজার ৫৫০টি স্থাপনায় পরিদর্শন করে দুই হাজার ৬৮৬টি স্থাপনা অর্থাৎ ০.৬৬ শতাংশ স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৫৮ লাখ ১৬ হাজার ৮১০ টাকা।

ঢাকা উত্তরে পরিচালিত অভিযানে এ সময়ে এডিসের বংশবিস্তারের উপযোগী স্থাপনার সংখ্যা পাওয়া গেছে এক লাখ ৭৩ হাজার ৬৫১টি বা ৪২.৮২ শতাংশ।

চিরুনি অভিযানে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হয়েছে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোনো কোনো এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেইস তৈরি হয়েছে। ডাটাবেইস অনুযায়ী পরবর্তী সময়েও তাদেরকে মনিটরিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।