মোদি সরকারের আরো এক মন্ত্রী করোনায় আক্রান্ত

SHARE

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আরো এক মন্ত্রী। এবার করোনা থাবা বসিয়েছে কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের শরীরে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মোদি মন্ত্রিসভার প্রবীণ এই সদস্য। হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ‘শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করিয়েছিলাম। আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি।’

নিজে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও আইসোলেশনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে আবেদন করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্র : এনডিটিভি।