জাকার্তার ৬৪ মসজিদে ঈদের নামাজের অনুমতি

SHARE

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের ভয়ে গত ঈদুল ফিতরের নামাজ সেভাবে ঈদগাহে পড়া হয়নি।

তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার ফলে জাকার্তার মেয়র হারইয়াদি সুয়ুটি জানিয়েছেন, জাকার্তায় অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে।

তিনি আরো বলেছেন, জাকার্তা শহরের ডিপোনেগোরো মসজিদেও ঈদের নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে স্বল্প সংখ্যক মুসল্লী বিধি মেনে উপস্থিত হতে হবে।

সরকারিভাবে জানানো হয়েছে, প্রতি মসজিদে সর্বোচ্চ ২০০ মুুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন।

সূত্র : টেম্পো