হিলি বন্দরে বাণিজ্য বন্ধ থাকবে ৬ দিন

SHARE

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা ছয় দিন এ বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারী সংগঠনগুলো যৌথভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।’

এ বিষয়টি ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ আগস্ট বুধবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বন্দরের কাস্টমস কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শুধুমাত্র ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ-কর্ম শুরু হবে। এ সময় ব্যবসায়ীরা চাইলে রাজস্ব পরিশোধ করে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। তিনি বলেন, ‘আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই।’