লাদাখ ছাড়বে না চীন কিছুতেই, আবারও ব্যর্থ সেনা বৈঠকে

SHARE

নাছোড়বান্দা চীন। কিছুতে প্যাংগং ছাড়তে রাজি হচ্ছে না চীনা সেনারা। ভারতীয় সেনা বৈঠকের দীর্ঘ ১৪ ঘন্টার আলোচনাও ফলপ্রসূ হয়নি বলে খবর ওয়ান ইন্ডিয়ার।
ভারতের সাথে ৪র্থ সেনা পর্যায়ের বৈঠকে ১৪ ঘণ্টার লম্বা আলাচোনার পরও মাটি কামড়ে নিজেদের অবস্থানে অনড় চীন। আলোচনার মাধ্যমে সেখান থেকে সরে আসতে রাজি নয় বেইজিং। লাদাখে চতুর্থ সেনা পর্যায়ের বৈঠকে এই বার্তাই দিয়েছে চীন সেনারা।
সমস্ত ফ্ল্যাশপয়েন্ট থেকে চীন নিজেকে সরিয়ে নিতে চাইলেও, প্যাংগং এর ফিঙ্গার পয়েন্ট থেকে পিছু হটবে না চীন। তাই লাদাখে উত্তেজনা প্রশমন করা কার্যত ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে।
লাদাখের পেট্রোলিং পয়েন্ট ১৭ এ ভারতের সেনারা ভিনটেজ পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারে। আর সেই আশংকা থেকেই পেট্রোলিং পয়েন্ট ১৭ থেকে সরছে না চীন।
লাদাখে এ সে পর্যায়ের বৈঠকটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয় ও বুধবার রাত ২টার পর গিয়ে তা শেষ হয় বলে জানা যায়। উল্লেখ্য, গত ১৫ জুন এই এলাকাতেই ভারতীয় সেনার সঙ্গে তীব্র সংঘর্ষ বাঁধে চীনা বাহিনীর। এরপর থেকেই উত্তেজনা বাড়তে থাকে দুই দেশের এই সীমান্তে।