ফিলিস্তিন ভূখণ্ডের শিক্ষার্থীরা তাদের স্কুলগুলোতে ফিরে আসছে।চূড়ান্ত পরীক্ষার (ফাইনাল এক্সাম) জন্য তারা স্কুলে আসতে শুরু করেছে।
দুই মাস পর প্রথমবারের মতো তারা স্কুলে এসেছে।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে,পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় দ্বাদশ শ্রেণির ৭৮ হাজার ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ফিলিস্তিনে মার্চ থেকে স্কুলগুলি বন্ধ রয়েছে।
গাজায় শিক্ষার্থীরা প্রবেশের সাথে সাথে তাদের তাপমাত্রা পরীক্ষা করেছে পুলিশ এবং প্যারামেডিকসরা।
এরপর শিক্ষার্থীরা ক্লাসরুমে আলাদা হয়ে আসন গ্রহণ করে।
ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
তারা জানায়, গাজায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬১ জন এবং মারা গেছে একজন।
সূত্র : গালফ টুডে