মাত্র ৮ দিনের মাথায় করোনায় মারা গেলেন প্রবাসী দুই ভাই

SHARE

প্রবাসে রাউজানের একই পরিবারের দুই ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র ৮ দিনের ব্যবধানে তারা দুই ভাই মারা যান প্রবাসের ভিন্ন দুটি দেশে। এক ভাই থাকতেন ওমানে ও অপরভাই থাকতেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

গত ৮ দিন আগে প্রথমে মারা যান ওমানে থাকা রাউজান প্রবাসী বড় ভাই মো. লোকমান। এর আট দিন পর গতকাল সোমবার (২৫ মে) দুবাইয়ে থাকা ছোট ভাই মো. হারুন (৪০) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেদেশের একটি হাসপাতালে মারা যান।

সোমবার রাতে হারুনের মৃত্যু খবর নিশ্চিত করেন সেদেশে অবস্থানকারী আরেক ছোট ভাই মো. রফিক।

জানা যায়, প্রবাসী হারুন প্রায় একমাস ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেদেশের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। হারুন ২ ছেলে ও ১ কন্যা শিশু সন্তানের জনক ছিলেন।

এদিকে একজনের শোক কাটিয়ে ওঠার আগেই, আরেকটি শোকে স্তব্ধ পরিবারটি। মাত্র ৮দিনে দুটি মৃত্যুতে শেষ হয়ে গেল পরিবারটির স্বপ্ন। মা সন্তান হারা হয়ে গেলেন। স্ত্রী স্বামী হারা হয়ে গেলেন। এতিম হয়ে গেল তাদের সন্তান। এভাবেই দুই ভাই দুই দেশে না ফেরার দেশে চলে গেলেন।

উল্লেখ্য, তারা চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদের পুত্র।

লোকমান দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর ওমানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রাউজানের হলদিয়া গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানান, মাত্র আটদিনে দুটি মৃত্যুর সংবাদ তাদের পরিবারে ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।