এবার দুবাইয়ে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট

SHARE

করোনাভাইরাসে লকডাউনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে দুবাইতে আটকেপড়া এবং ফিরতে চাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য এবার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরতে ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত হবে। বিমানের বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে দুবাই থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের জন্য। ফ্লাইট নং বিজি- ৪০৪৩।

এই বিশেষ ফ্লাইটটি আগামী ৩০ মে দুবাই থেকে ঢাকা আসবে। ফ্লাইটটিতে আসন সংখ্যা রয়েছে ২৬০টি। এর মধ্যে ইকোনোমি ক্লাসের আসন রয়েছে ২৩৮টি এবং ২২ টি বিসনেস ক্লাস আসন রয়েছে। ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের যাত্রীদের ফ্রি ব্যাগেজ সুবিধা ৩০ কেজি পর্যন্ত। বিজনেস ক্লাসের যাত্রীরা পাবেন ফ্রি ৫০ কেজি ব্যাগেজ সুবিধা।

অতিরিক্ত প্রতি কেজি ১৫ দিরহাম করে (বুকিং এর সময় কন্ফার্ম করতে হবে)। ফ্লাইটে খাবারের পূর্ণ ব্যবস্থা রয়েছে। বুকিং এর শেষ সময় ২৬ সে মে দুপুর ১:০০ টা পর্যন্ত।

যোগাযোগ-হেলম্যাক ট্রাভেলস, রাশিদিয়া-৩
আজমান (০৬৭৪৪১১২৭,০৫৫৭৩৫১৫১১)
জামিল হেলম্যাক ট্রাভেলস রাশিদায়া-২ আজমান (০৫৫৭৮২৫৯৫৫) এই নাম্বার গুলোতে ওয়াটস অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।