কলকাতায় আটকে পড়াদের আনতে আরো দুটি ফ্লাইট

SHARE

করোনাভাইরাসের কারণে লকডাউনে কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার‌। আগামী ২৯ মে ও ৩১ মে সেখান থেকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আজ রবিবার কোলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নভোএয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৯ ও ৩১ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট দুইটি ঢাকায় ফিরবে। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে কয়েক দফায় ভারতে আটকে পড়া নাগরিকদের জন্য কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি স্থান থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের প্রায় সাড়ে তিন হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।