দেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে: তোফায়েল

SHARE

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, দেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

জনসাধারণের জানমাল রক্ষায় ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তীতে তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে এ আহ্বান জানান তোফায়েল আহমেদ।

তিনি বলেন, দেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের ছোবল থেকে সাধারণ জনসাধারণকে রক্ষা করার জন্য নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

এ সময় সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর পদ্ধতিতে গরিব মানুষের মাঝে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। এই টাকা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে। একই ঘরে একাধিক ব্যক্তির নাম লিস্ট করা যাবে না। কেউ এ ধরনের তালিকা করলে তা বাদ দিতে হবে।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল গরীব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে ব্যাপারেও তিনি সকলকে সর্তক করে দেন।