যুক্তরাজ্যকে পোশাক আমদানি অব্যাহত রাখতে ঢাকার অনুরোধ

SHARE

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এজন্য যুক্তরাজ্য সরকারকে সেদেশের ক্রেতাদের জন্য একটি বিশেষ তহবিল গঠনের অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদের সাথে ফোনালাপে শাহরিয়ার আলম এই অনুরোধ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে ‍যুক্তরাজ্যের ক্রেতারা প্রায় ৩০ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করেছে। ফলে বাংলাদেশের প্রায় ১০ লাখ পোশাক শ্রমিকের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যুক্তরাজ্যের বিশেষ তহবিল গঠন করলে বাংলাদেশের শ্রমিকদের জন্য তা সহায়ক হবে।

এসময় করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে কমনওয়েলথের কার্যকর ভূমিকা রাখার বিষয়ও তাদের মধ্যে আলোচনায় হয়।