কাউন্টি ক্লাবে ফিরলেন আফ্রিদি

SHARE

afredi22নতুন বছরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ফিরলেন শাহিদ আফ্রিদি৷ চলতি বছর টি-২০ ব্লাস্ট কম্পিটিশনে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলতে দেখা যাবে পাক অল-রাউন্ডারকে৷ মিডল্যান্ড কাউন্টির পক্ষে সোমবার এ খবর জানানো হয়৷

তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্বে ‘বুম বুম’ খ্যাত আফ্রিদিকে পেতে আগ্রহ দেখায় নর্থহ্যাম্পটনশায়ার৷ শেষ পর্যন্ত ৩৪ বছরের পাক অল-রাউন্ডার সম্মতি দেওয়ায় এদিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক (৩৪২টি) ছয় মারার রেকর্ড আফ্রিদির দখলে৷ নর্থহ্যাম্পটনশায়ারের কোচ ডেভিড রিপেলে জানান, ‘আফ্রিদি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ আমরা কথা কম বলে ঠিক সময়ে ঠিক কাজটা করতে ভালোবাসি৷ আফ্রিদিকে সই করানো আমাদের মাস্টারস্ট্রোক৷’

কাউন্টি ক্রিকেটে আফ্রিদি নতুন নয়৷ এর আগে লিস্টারশায়ার, ডার্বিশায়ার, কেন্ট ও হ্যাম্পশায়ারের খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন পাক অধিনায়কের৷