দূরত্ব মেনে মসজিদে হবে ঈদের জামাত

SHARE

৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটিতে জনসাধারনের চলাফেরায় নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় এক জেলা থেকে অন্য জেলা বা উপজেলায় চলাচল করা যাবে না।

এবার দূরত্ব মেনে মসজিদে হবে ঈদের জামাত। মসজিদে ঈদের জামাতের বিষয়ে ১৩টি বিধিমালা দিয়ে একথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের প্রবেশস্থল ও ওযুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখা, প্রত্যেক মুসল্লির মাস্ক পরা, এক কাতার অন্তর অন্তর কাতার করা ও নামাজ শেষে কোলাকুলি না করা।

এছাড়া ছুটির সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। দোকানপাট এবং শপিংমল বিকাল ৪টা মধ্যে বন্ধ করতে হবে। তবে জরুরি সেবা স্বাভাবিক থাকবে। সড়ক ও নৌপথে পণ্য পরিবহণ চলাচল অব্যাহত থাকবে। এসময় কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সাধারণ ছুটি চলাকালীন সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।