দুই শতাধিক বাংলাদেশি ফিরছেন যুক্তরাষ্ট্র থেকে

SHARE

করোনার কারণে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে। ১৪ অথবা ১৫ মে ঢাকার উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড করে তারা যাত্রা করবেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এরই মধ্যে দুই শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেছেন।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, নিজেদের খরচেই তারা দেশে ফিরবেন। দূতাবাস ও কনস্যুলেট শুধু সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

বিশেষ এই ব্যবস্থায় যারা ফিরছেন, তারা বিমান ভাড়া বাবদ ২২০০ ডলার করে দিবে। তবে তাদেরকে দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে ৮ মের মধ্যেই।

তবে, এসব যাত্রীদের যুক্তরাষ্ট্রের যে কোনো হাসপাতাল অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে। আর তা নিতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।