সৌদি বাদশাহর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

SHARE
khaledaসৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার বেলা ৩টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে খালেদার শোকবার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ এবং চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।
শুক্রবার বাদশাহর মৃত্যু সংবাদ জানার পর তাৎক্ষণিক শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুদিন পর আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পাঠালেন তিনি।
চেয়ারপারসনের বার্তা পৌঁছে দিয়ে প্রতিনিধিদলের পক্ষে আব্দুল মঈন খান রাষ্ট্রদূতের বাড়িতে থাকা শোক বইয়ে সই করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ৯০ বছর বয়সী আবদুল্লাহ বিন আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিশ্বনেতাদের পাশাপাশি সৌদি বাদশাহর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রমুখ। শনিবার বাংলাদেশে পালন করা হয় রাষ্ট্রীয় শোক। এছাড়াও বাদশাহর মৃত্যুতে সৌদি আরব গিয়ে আনুষ্ঠানিক শোক জানিয়ে এসেছেন রাষ্ট্রপতি।