সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ

SHARE

muhitবর্তমানে দেশে আন্দোলনের নামে যা চলছে তা মেনে নেয়ার মতো নয়। সহ্যের সীমা  পেরিয়ে গেলে এটা সবার জন্য মহাবিপদ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত  আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

আন্দোলনের নামে যা হচ্ছে তা আন্দোলন নয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা প্রতিহিংসা পরায়ণতা, জঘন্য ও অসামাজিক কাজ। স্বাভাবিক চলার পথকে রুদ্ধ করা হয়েছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এটাকে দমন না করলে দেশ টিকবে না। সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে। আশা করি বিরোধীদের শুভ বুদ্ধির উদয় হবে।’

তিনি বলেন,‘ কাস্টমস ব্যবস্থাপনা এমন সমন্বয়ের মাধ্যমে করতে হবে যেন ব্যবসায়ীরা সহজেই তাদের কাজ সমাধা করতে পারেন। উত্তম সেবা পেতে পারেন। আবার এমন ব্যবস্থাও নিতে হবে যেনো জঙ্গিবাদীরা সুবিধা না পায়।’

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতিকে গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে শুল্ক ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। কাস্টমস কর্মকর্তাদের কাজ কমে যাবে। তবে সীমান্তে সমন্বয় সাধন করে ব্যবসায়ে সহায়তা বাড়াতে কাস্টমস গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কাস্টমস দিবস নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সীমান্ত ব্যবস্থাপনায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম। বর্ডার ব্যবস্থাপনা বিজিবি, পুলিশ, কাস্টমস ও ব্যবসায়ীদের সমন্বয়ে হলে ট্রেড ফ্যাসিলিটি বাড়বে।’

অনুষ্ঠানে শুল্ক আদায়ে সহায়তা ও কাস্টমস প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্টকহোল্ডার ও শুল্ক প্রশাসনের কর্মকর্তাসহ ২০ জনকে ডব্লিউসিও এর মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এনবিআরের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।