করোনা শনাক্ত রোগী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ওয়ারিতে

SHARE

করোনাভাইরাস শনাক্ত রোগী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ওয়ারিতে। আজ বৃহপস্তিবার পর্যন্ত সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ২৭। এরপরই যাত্রাবাড়ী; সেখানে শনাক্ত হয়েছে ২৩ জন।

আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এ হালনাগাদ তথ্য জানা যায়।

আইইডিসিআর থেকে জানা যায়, ঢাকায় এ মুহূর্তে শনাক্ত রোগীর সংখ্যা মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা আজ ২২, লালবাগে ২১, টোলারবাগে ১৯, ধানমন্ডিতে ১৮, বাসাবো ১৭, তেজগাঁওয়ে ১৬ জন, মহাখালীতে ১২, মিরপুর ১১-তে ১১ ও মিরপুর ১২-তে ১০ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। নতুন মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ৬ জন এবং ঢাকার বাইরে ৪ জন।

এছাড়া দেশে করোনায় আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৫৭২। এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী সুস্থ হননি। অর্থাৎ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জনে।