যোগির করোনা তহবিলে অর্থ দিচ্ছেন মাদরাসা শিক্ষকরা

SHARE

ভারতের উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে সহায়তার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক দিওয়ান সাহেব জামান বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে সারাদেশ লড়াই করছে। এই পরিস্থিতিতে সরকারের পাশে রয়েছে মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি আরো জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে এই অর্থ দেওয়া হবে। মার্চ মাসের বেতন থেকে সেই তহবিল উত্তোলন করা হবে।