বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া ও ভুটান ফিরলেন ৩৬৩ বিদেশি নাগরিক

SHARE

করোনাভাইরাস পরিস্থিতিতে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন মালয়েশিয়া ও ভুটান দূতাবাসের বেশ কয়েকজন কর্মী ও সে দেশের নাগরিক।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মালয়েশিয়া এবং আজ বৃহস্পতিবার সকালে ভুটানের বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এমন তৌহিদ উল আহসান‌ কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ১২টায় মালয়েশিয়ান একটি বিশেষ ফ্লাইটে দুতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং মালয়েশিয়ার নাগরিক মোট ২২৪ জন দেশে ফিরে গেছেন। এছাড়া রাতেই ভুটানের ড্রাক এয়ারের একটি স্পেশাল ফ্লাইটে আজ সকালে ১৩৯ জন যাত্রী ও দূতাবাসের লোকজন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে, নভেল করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা বাংলাদেশ ছাড়তে চাইলে ‘চার্টার’ (বিশেষ) ফ্লাইটযোগে তাঁদের ফিরে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছিল সরকার। এ ক্ষেত্রে বিশেষ ফ্লাইট আসার এবং যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনার ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক মিশনগুলোকে।