করোনাভাইরাস মোকাবেলায় সবার সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেছেন, এটা নিয়ে আমরা আতঙ্কিত কিন্তু এটা খুব বেশি মারাত্মক নয়। এটায় মৃত্যুর হার অনেক কম।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গুজব যাতে না ছড়ায় সেদিকে খেলাল রাখতে হবে। আমরা আশা করি আপনারা সবাই যত্নশীল হবেন। দেশের বিষয়ে একটা মুহূর্ত এখন সকলের সহযোগিতা দরকার।
তিনি বলেন, আমাদের এখানে অনেক ঘনবসতি। এক কোটি লোক বাইরে কাজ করে। ১০২ দেশে ভাইরাস ছড়িয়ে গেছে। আমাদের লোক সব দেশেই আছে। এখন আমরা পোস্টার ব্যানার লিফটলেট দেওয়ার ব্যবস্থা করব। আগামী দুই দিনের মধ্যে সারা দেশে পৌঁছে যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।