যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু

SHARE

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। যুক্তরাজ্যের রয়েল বার্কশায়ারের এনএইচএস ট্রাস্ট মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সময় বুধবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবীণ রোগীর করোনা টেস্ট করা হয়। পরীক্ষায় রোগীর শরীরে ভাইরাস ধরা পড়ে। এর পরপরই মারা যায় করোনা আক্রান্ত ঐ ব্রিটিশ নাগরিক। করোনায় ব্রিটেনে প্রথম রোগীর মৃত্যুর পর গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে শোক প্রকাশ করেছেন মৃত ব্যক্তির পরিবার বন্ধুবান্ধবসহ গোটা জাতি।
এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। এর মধ্যে ইংল্যান্ডে ১০৫ জন, ওয়েলসে ৩ জন,স্কটল্যান্ডে ৬ জন, উত্তর আয়ারল্যান্ডে ৩ জন।