আহত দুই কলেজছাত্রের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী

SHARE

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী এ সময় বলেন, আমি উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলবো, কোনভাবেই যেন কোনো প্রতিহিংসা, প্রতিশোধমূলক চিন্তাই না করে কেউ। উভয় ক্যাম্পাস যেন শান্ত থাকে, শিক্ষার্থীদের শান্ত রাখবার চেষ্টা করে। আমরা যেন আর এই বিষয়গুলি নিয়ে যেন কোনো ধরনের সহিংসতা না দেখি।

বর্তমানে হাসপাতালের আইসিইউতে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম আহমেদ সোয়াদ ও ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে সাফওয়ান সাফি।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত হয়েছে। আহতদের দাবি, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের ছুরিকাঘাত করে।