একই পরিবারের ৯ জনই করোনাভাইরাসে আক্রান্ত!

SHARE

একটি পরিবারের নয়জন সদস্যই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একসঙ্গে খাবার খেয়ে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এমনটাই হংকংয়ে।

জানা গেছে, ওই পরিবারের সদস্যরা সবাই হটপট মিল ভাগাভাগি করে খেয়েছিলেন। জানুয়ারির শেষের দিকে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন তারা। সেখানেই হটপট মিল থেকে খাবার খেয়েছিলেন তারা। চীনের নববর্ষ উপলক্ষে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।

প্রথমে ২৪ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ৯১ বছর বয়সী দাদির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রটেকশন পরে জানিয়েছে, ওই তরুণের বাবা-মা, দুই ফুফু এবং আরও তিন ফুফাতো ভাই-বোনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আধা-স্বায়ত্তশাসিত হংকং শনিবার থেকে চীনফেরত সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। ভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ৩১ ডিসেম্বর প্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর থেকেই এই ভাইরাস চীনের বিভিন্ন স্থান এবং বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। চীনে এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ২শ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে হংকংয়ে কমপক্ষে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।