ইশরাকের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

SHARE

দুর্নীতির মামলায় সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক সৈয়দ দিলজার হোসেন সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।

বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় রবিবার সাক্ষ্যগ্রহণ হয়নি। ইশরাক আদালতে হাজির ছিলেন। রবিবারই সাক্ষ্যগ্রহণের প্রথম তারিখ ধার্য ছিল। এর আগে গত ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৮ সালের ৬ ডিসেম্বর ইশরাকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালে ইশরাকের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলের নোটিশ দেওয়া হয়। কিন্তু ওই নোটিস পেয়ে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করা হয়।