ইরান ইস্যুতে আর মুখ খুলতে চান না ট্রাম্প

SHARE

মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় তেহরান-ওয়াশিংটন উত্তেজনা চরমে। শুরুর দিকে এ ঘটনায় ট্রাম্প ব্যাপক চাপে পড়লেও ইউক্রেনের বিমান বিধ্বস্তের জেরে নজিরবিহীন চাপে পড়েছে ইরানের সরকার।

এরকম পরিস্থিতিতে মার্কিন প্রশাসন আর ইরান ইস্যুতে মুখ খুলতে রাজি হচ্ছে না। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যাপারে ডাকা চারটি সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিছু ক্ষেত্রে অল্পবিস্তর তথ্য দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে একেবারেই মুখ বন্ধ রাখছে মার্কিন প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার ডাকা দু’টি সংবাদ সম্মেলনও বাতিল করে দেওয়া হয়। দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনও পরে বাতিল করে দেওয়া হয়েছে।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সাংবাদিকদের সঙ্গে আলাপের পরিকল্পনা করছিল। তবে রূদ্ধদ্বার বৈঠক শেষে সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায় বলে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। এছাড়া আজ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পেন্টাগন।