সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

SHARE

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। জম্মু-কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে এ নিয়ে দু’বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ।

আইএসপিআর’র দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে। তারা বলছে, পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের অভিযান পরিচালনার সার্বক্ষণিক প্রস্তুতির অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সবধরনের পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শাহীন-১ নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছয়শ ৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। আগস্টের পরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও সামরিক বাহিনীর পক্ষ থেকে টুইট করা হয়েছে। এর আগে, গত আগস্টেও পাকিস্তান গজনবি নামে একই ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।