শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে; কাল শপথ

SHARE

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন গোটাবায়া রাজাপাকসে। ৫.২ শতাংশ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টির সজিথ প্রেমদাসাকে পরাজিত করেছেন তিনি। আগামীকাল সোমবার তিনি শপথ নেবেন বলে জানা গেছে। এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর গোটাবায়া রাজাপাকসেকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লিখেছেন, রাজাপাকসে আপনাকে অভিনন্দন। আশা করব আমরা একসঙ্গে কাজ করতে পারব।

জানা গেছে, গোটাবায়া রাজাপাকসে প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। সিঙ্ঘলি এলাকার ভোট গণনার আগেই ৪৫ শতাংশ ভোট পেয়ে গিয়েছিলেন তিনি। পিছিয়ে ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি সাজিথ প্রেমদাসা। ওই এলাকার ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায় ফের শ্রীলঙ্কার ক্ষমতা যাচ্ছে রাজাপাকসের পরিবারের হাতেই।

গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের ভাই। শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবও ছিলেন গোটাবায়া রাজাপাকসে। তিনি সেনাবাহিনীতেও কাটিয়েছেন দীর্ঘদিন। এমনকি এলটিটিইর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের অবসানও তাঁর হাত ধরেই।

এই নির্বাচনে সন্ত্রাসকেই ইস্যু করেছিলেন রাজাপাকসেরা। গত এপ্রিলে চার্চ থেকে হোটেল, পার্ক–কলম্বো শহরে বিস্ফোরণে প্রাণ গিয়েছিল আড়াইশ’র বেশি মানুষের। সেই ক্ষত এখনও দগদগে। ভোট প্রচারে সেটাকেই হাতিয়ার করেছিলেন গোটাবায়া রাজাপাকসে। শাসক প্রেমাদাসার বিরুদ্ধে সন্ত্রাস মোকাবিলায় ব্যর্থতার অভিযোগকে বারবার তুলে ধরেছিলেন তিনি। অনেকের মতে, সেটাতেই অর্ধেক কাজ হয়ে গিয়েছিল।

রাজাপাকসে পরিবারের সঙ্গে বেজিং-এর ঘনিষ্ঠতা রয়েছে। ২০২০ সালের শুরুতেই আবার শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচন। মনে করা হচ্ছে, সেই ভোটে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন মহিন্দা রাজাপাকসে। তিনি জিতে গেলে পুরো শাসন ব্যবস্থাই চলে যাবে ওই পরিবারের হাতে।

সূত্র : দ্য ওয়াল, ইটিভি ভারত