শক্তি হারিয়ে ঢাকা ও কুমিল্লার দিকে আসছে বুলবুল

SHARE

সুন্দরবন দিয়ে দেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে এগিয়ে চলেছে। এটি বৃহত্তর ঢাকা ও কুমিল্লার দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের বদলে ‘বুলবুল’ এখন গভীর স্থলনিম্নচাপে পরিণত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সমুদ্রবন্দরগুলোর বিপদ সংকেত নামিয়ে ৩ এবং নদীবন্দরগুলোর বিপদ সংকেত ২-এ আনা হয়েছে। তবে মাছ ধরার ট্রলারগুলোকে আরও ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আরো দুই দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী বুলবুল ক্রমে ঢাকা ও কুমিল্লার দিকে এগিয়ে আসছে। তবে বাংলাদেশেই এটি দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে নাকি ভারতের ত্রিপুরা থেকে আসাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।