‘সচেতন হয়ে পথ চলি, নিরাপদে বাড়ি ফিরি’

SHARE

‘সচেতন হয়ে পথ চলি, নিরাপদে বাড়ি ফিরি’ স্লোগানে রাজধানীতে সচেতনতামূলক শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

‘নিরাপদ সড়ক দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছিল মানববন্ধন, শোভাযাত্রা, পথনাটক ও গম্ভীরা গানের অনুষ্ঠান। এর মধ্যে দুপুরে শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়। যা শেষ হয় শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে।

সেখানে অনুষ্ঠিত হয় পথনাটক এবং গম্ভীরা গান। গম্ভীরা পরিবেশন করেন রাজশাহী থেকে আগত শিল্পী নানা-নাতি।

পথসভায় প্রধান অতিথি ছিলেন কর্নেল (অব.) মীর মোতহার হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, চলচ্চিত্র পরিচালক ও পাথওয়ে’র উপদেষ্টা দেলোয়ার জাহান ঝন্টু, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের (ডিটিসি) সাধারণ সম্পাদক মো. নূর নবী শিমু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো. শাহীন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯