‘পাকিস্তানে যাওয়া পানি হরিয়ানায় আটকে দেওয়া হবে’

SHARE

ভারতের হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এরই মাঝে আজ মঙ্গলবার সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার পাকিস্তান ইস্যু তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হরিয়ানার চরখি দাদরিতে এক সভায় তিনি বলেন, তার সরকার পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করবে এবং সেই পানি দেওয়া হবে হরিয়ানার বাড়িতে বাড়িতে।

তিনি বলেন, ‌৭০ বছর ধরে, যে পানি ভারত ও হরিয়ানার কৃষকদের পাওয়ার কথা ছিল, তা পাচ্ছে পাকিস্তান। এই পানি দেওয়া বন্ধ করবে এবং তা নিয়ে আসা হবে আপনাদের বাড়িতে বাড়িতে।

পাকিস্তানে যে পানি চলে যাচ্ছে, হরিয়ানা ও রাজস্থানের কৃষকদের তার ওপর অধিকার রয়েছে। এবং আগের সরকার এটা বন্ধ করেনি বলেও তিনি মন্তব্য করে র‍্যালি থেকে জনতার উদ্দেশে তিনি বলেন, মোদি আপনাদের লড়াই লড়বে। সূত্র : কলকাতা