ফের ইতালির প্রধানমন্ত্রী হলেন জুসেপ্পে

SHARE

পদত্যাগের নয় দিনের মাথায় জুসেপ্পে কুন্তে আবারও ইতালিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার কুইরিনাল ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী হিসেবে ফের জুসেপ্পে কুন্তে দায়িত্ব পান।

নয় দিনের ব্যবধানে একই ব্যক্তি দু’বার প্রধানমন্ত্রী হওয়ায় ইতালিতে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক সংকট চলছে ইতালিতে। তবে নতুন সরকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী জুসেপ্পে কুন্তে পদত্যাগের পর ইতালিতে সরকার সঙ্কট দেখা দেয়। দেশটির অর্থনীতির স্বার্থে রাষ্ট্রপতি সেরজো মাতারেল্লা নতুন আরেকটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। যত দ্রুত সম্ভব একদল আরেক দলের সাথে সর্বোচ্চ ছাড় দিয়ে জোট বেঁধে উভয়ের সম্মতিতে নতুন সরকার নির্বাচন করতে জোর তাগিদ দেন। অন্যথায় নতুন আরেকটি নির্বাচনের দাবি ওঠে।

এরপরই নানা শর্ত সাপেক্ষে ডানপন্থী দল ডেমোক্রেটিক পার্টি ও ফাইস্টার মুভমেন্ট জোট বেঁধে জুসেপ্পে কুন্তেকে ফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।