কাশ্মীর নিয়ে মধ্যস্থতার রাস্তা থেকে সরল আমেরিকা

SHARE

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব থেকে সরে এসেছে আমেরিকা। তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা জানালেন আমেরিকায় ভারতের দূত হর্ষ বর্ধন শ্রিংলা।

ট্রাম্পের পছন্দের নিউজ চ্যানেল ফক্স নিউজকে শ্রিংলা জানিয়েছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর মধ্যস্থতার অফার পুরোটার নির্ভর করছে ভারত ও পাকিস্তানের তা গ্রহণ করার উপর। যেহেতু ভারত তাঁর প্রস্তাব গ্রহণ করেনি, তাই এই বিষয়টি আর আলোচনার টেবিলেই নেই।’

এর আগে এক বার কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভারত তা পত্রপাঠ নাকচ করে। তার কিছুদিন পর সেই প্রস্তাবের ব্যাপারেই মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। ট্রাম্পের জবাব, ‘ওরা যদি কারও মধ্যস্থতা বা সাহায্য চায়, আমি রাজি। আমি এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে কথা বলেছি। ভারতের সঙ্গেও খোলাখুলি আলোচনা করেছি। ওরা চাইলে অবশ্যই হস্তক্ষেপ করব।’

তবে এ বার মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর নিয়ে তাদের দীর্ঘদিনের অবস্থানেই অটল আমেরিকা। মধ্যস্থতা নয়, দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানকে তারা অনুপ্রেরণা দেবে।