আইসিসি ধরল শচীন টেন্ডুলকারের ‘নো বল’

SHARE

মুম্বাইয়ে ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে নেটে বল করতে নেমেছিলেন শচীন টেন্ডুলকার। আর সেই নেট সেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি।

ভিডিওতে শচীন লেখেন, নেটে ফিরতে পেরে দারুন লাগছে। ছোটবেলার ফিরে গেলাম শিবাজী পার্কে। ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলিকে উদ্দেশ্য করে লেখেন, এটা খুব কম লোকই জানে আমি আর বিনোদ সব সময় এক দলে খেলেছি, কখনও কেউ কারো বিরুদ্ধে খেলিনি।

আর পোস্ট করা সেই ভিডিওতেই নো-বলের সিগন্যাল দিলো আইসিসি। শচীনকে মনে করিয়ে দিলো সামনের পা কিন্তু ঠিক জায়গায় নেই।

আইসিসি সেই ভিডিও থেকে ছবি নিয়েই তাঁর সঙ্গে জুড়ে দেয় প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনারের একটি ছবি। যেখানে নো-বলের সিগন্যাল দিচ্ছেন তিনি।