আজ নিউজিল্যান্ডের নারীরা স্কার্ফে মাথা ঢাকবেন

SHARE

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। নৃশংস এই হত্যাযজ্ঞের পর নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। আর তারই ধারাবাহিকতায় মুসলমান নারীদের প্রতি সমর্থন জানাতে আজ শুক্রবার দেশটির সব নারী একদিনের জন্য মাথা ঢেকে রাখবেন।

‘হেডস্কার্ফ ফর হারমনি’ নামে একটি সামাজিক আন্দোলনের আয়োজকরা এ পদক্ষেপ নিয়েছেন।
তবে তাদের কী ধরনের কাপড় মাথায় পরতে হবে, বা কিভাবে তা পরতে হবে, তা নিয়ে বিশেষ কোন নিয়মকানুন থাকবে না। খবর খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

এদিকে এই অনুষ্ঠানটি নিয়ে ইতোমধ্যেই দেশটিতে হৈচৈ শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারীদের প্রতি অবিচার করা হবে এবং নারীরা যে পুরুষের অনুগত সেই বার্তাও দেয়া হবে।

তবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিষয়ক একজন পণ্ডিত ড. যাইন আলী বলছেন, এই অনুষ্ঠানটি নিয়ে তিনি ভীষণভাবে গর্বিত। নিউজিল্যান্ডের মুসলমান নারীরাও অনুষ্ঠানটি নিয়ে গর্বিত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।