বিজয় দিবসে অফনেট ভিডিও কল সুবিধা চালু করছে রবি

SHARE

robiবিজয় দিবস থেকে নিজ অপারেটরের বাইরেও অন্য অপারেটরে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে মোবাইল অপারেটর রবি আজিয়েটা। অফনেট কল সুবিধা চালু করতে ইতিমধ্যেই এয়ারটেলের সঙ্গে একটি চুক্তি করেছে অপারেটরটি। একইসঙ্গে সেবা চালুর অনুমোদন চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সংশ্লিষ্ট শাখায় আবেদনও করা হয়েছে।

জানা গেছে, অনুমোদন পেয়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে রবি ও এয়ারটেল একযোগে পরস্পর গ্রাহকদের মধ্যে ভিডিও কল সুবিধা চালু করে তাদের উচ্চ গতির থ্রিজি নেটওয়ার্ক সুবিধার প্রমাণ দেবে।

প্রসঙ্গত, থ্রিজি সেবা চালু হলেও বর্তমানে কলদাতা ও কলগ্রহণকারী একই অপারেটরের গ্রাহক (অননেট) ছাড়া ভিডিও কলের সুযোগ পাচ্ছেন না। ভিন্ন অপারেটরের গ্রাহক হলে নিজেদের মধ্যে (অফনেট) ভিডিও কল করা থেকে বঞ্চিত হচ্ছেন মোবাইলফোন গ্রাহকরা।

গ্রাহকদের এই সীমাবদ্ধতা দূর করতে অফনেটে অথাৎ অন্য অপারেটরের মধ্যে ভিডিও কল চালুর চেষ্টা করেছে বেশ কয়েকটি মোবাইল ফোন অপারেটর।