স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন সুলতান মনসুর

SHARE

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। বিএনপি’র নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের এই নেতা একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে গত ৭ মার্চ এমপি হিসেবে শপথ নেন তিনি।

আ রবিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী সুলতান মনসুরকে অন্তর্ভূক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এই কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।