হিন্দুবিরোধী মন্তব্যের জেরে পাকিস্তানি মন্ত্রীর পদত্যাগ

SHARE

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়াজ-উল হাসান চৌহান দেশটির সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ কারণে পদ হারাতে হয়েছে তাকে। ফায়াজ-উল হাসান চৌহান তেহরিক-ই-ইনসাফেরও (পিটিআই) একজন নেতা।

জানা গেছে, সম্প্রতি সংখ্যালঘু হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্যের করেছিলেন ফায়াজ-উল হাসান চৌহান। এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চৌহানকে ডেকে পাঠান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। এরপর তাকে দায়িত্ব থেকে সরে যেতে বলা হলে তিনি পদত্যাগপত্র জমা দেন।

অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি এক সমাবেশে ফায়াজ-উল হাসান চৌহান হিন্দুবিরোধী মন্তব্য করেন। হিন্দুদের ‘গোমূত্র পানকারী’ বলে অভিহিত করেন তিনি। ওই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এমনকি প্রধানমন্ত্রীও চৌহানের ওপর বিরাগভাজন হন।

সূত্র : ইন্ডিয়া টুডে