বাগেরহাটে তেলবাহী ট্যাংকার ডুবে নিখোঁজ ১

SHARE

trankarবাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারি এলাকায় তেলবাহী ট্যাংকার ডুবে মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে তলা ফেটে ট্যাংকার ডুবির ঘটনা ঘটে।

জানা যায়,
মেসার্স হারুন এন্ড কোম্পানির মালিকানাধীন তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেন গোপালগঞ্জের একটি পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল নিয়ে সুন্দরবনের শ্যালা নদীতে যাত্রাবিরতি করে। ভোর ৪টার দিকে পাশ দিয়ে যাওয়া অপর একটি তেলবাহী জাহাজ জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেনকে ধাক্কা দেয়।

এ সময়ে তলা ফেটে তেলবাহী জাহাজ ওটি ওটি সাউদার্ন স্টার সেভেন ডুবে যায়। এতে জাহাজের মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ হন এবং ট্যাংকারে থাকা অন্য সদস্যরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।

এদিকে সকাল ১০টা থেকে কার্গো জাহাজটি উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় ডুবুরিদল, কোস্টগার্ড ও বনবিভাগ অভিযান শুরু করেছে।