অচলাবস্থা সাময়ীকভাবে স্থগিত করলেন ট্রাম্প

SHARE

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেয়ে মার্কিন কেন্দ্রীয় সরকারের বাজেট বন্ধ করে যুক্তরাষ্ট্রে টানা ৩৫ দিন ধরে ‘অচলাবস্থা’ বজায় রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি অচলাবস্থা তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

শাটডাউন বা অচলাবস্থা শুরুর ৩৫ তম দিন শুক্রবার হোয়াইট হাউসে এ ঘোষণা দেন তিনি। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থায় তহবিল যোগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন ট্রাম্প।

তবে এ সময়ের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে বা যথাযথ চুক্তি না হলে ফের শাটডাউনের হুমকি দেন তিনি।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের গোলাপ বাগানে ট্রাম্প বলেন, চুক্তি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে।