ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। এরপর নৌকার প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আতিকুল ইসলামকে চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি মেয়র পদে নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।